কবি নজরুলের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ২২:০৮, ২০ জানুয়ারি ২০১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. রাজীব হোসেন এর উপর স্থানীয় বখাটেদের অতর্কিত হামলার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এবং সেই সাথে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাককানইবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদল, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর আল জাবির ও সাকার মুস্তাফা প্রমূখ।
শিক্ষার্থীরা জানান, গত ১৬ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিশাল চরপাড়ার মো. লাল মিয়ার ছেলে তাজামুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় বখাটেদের নিয়ে শিক্ষার্থী রাজীব হোসেনের মেসে গিয়ে তার উপর এ হামলা চালানো হয়। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উপস্থাপনা করেন। দাবিতে ওঠে আসে রাজীবের উপর অতর্কিত হামলার বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তার সম্পূর্ণভাবে নিশ্চিতকরণ, স্থানীয় সন্ত্রাসী,দূস্কৃতিকারীদের নির্যাতন রোধে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট দূরীকরণ, মেসের নিরাপত্তা ও সকল চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনীহা দূরীকরণ ও অতিদ্রুত পদক্ষেপ নিশ্চিতকরণ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী রাজীব হোসেনের এর উপর হামলার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, শিক্ষার্থী রাজীবের উপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এ ঘটনার খবর পেয়ে পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি’র সদস্যরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শিক্ষার্থী রাজীবকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিলো।
এসি
আরও পড়ুন